Thursday, July 27, 2017

ঘুমানোর সময় সূরা এখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া।






ঘুমানোর সময় সূরা এখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া।
*******************************************************
আয়েশা রা. বর্ণনা করেন:
أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه- كل ليلة – جمع كفيه ثم نفث فيهما، وقرأ فيهما ]قل هو الله أحد[ و ]قل أعوذ برب الفلق[ و ]قل أعوذ برب الناس[، ثم مسح بهما ما استطاع من جسده، بدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده، يفعل ذلك ثلاث مرات. . الترمذي (৩৩২৪)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাত্রিতে নিজ বিছানায় যেতেন দুই হাতের কবজি পর্যন্ত একত্রিত করতেন অতঃপর তারমাঝে ফু দিতেন এবং সূরা এখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন । অতঃপর দুই হাত যথা সম্ভব সমস্ত শরীরে মলে দিতেন। মাথা ,চেহারা এবং শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এরূপ পরপর তিনবার করতেন। [তিরমিজি : ৩৩২৪]

No comments:

Post a Comment