আমাদের মদ্ধ্যে সবচেয়ে যে জিনিসের অভাব দেখা যাচ্ছে আর সবচেয়ে যেটা বেশী প্রয়োজন
সেটি " সৎচরিত্র "।......(আমার মতে)
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, إِنَّ مِنْ أَخْيَرِكُمْ أَحْسَنَكُمْ خُلُقًا
‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যার স্বভাব-চরিত্র সুন্দর’।[বুখারি-হা/৬০২৯]
" সৎচরিত্র "র কারনে শুধুমাত্র আখিরাত নয়,দুনিয়াতেও শান্তি পাওয়া যায়।
যার চরিত্র ভাল তার উভয় জীবনই সুখের ।আর চরিত্রহীনের দুনিয়া ও আখিরাত
উভয়ই ধ্বংস !!! কারন রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, مَا شَىْءٌ أَثْقَلُ فِى مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ
خُلُقٍ حَسَنٍ وَإِنَّ اللهَ لَيَبْغَضُ الْفَاحِشَ الْبَذِىءَ
‘ক্বিয়ামতের দিন মুমিনের মীযানের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে জিনিস রাখা হবে, তা হ’ল উত্তম চরিত্র। আর আল্লাহ তা‘আলা কর্কশভাষী দুশ্চরিত্রকে ঘৃণা করেন’।
[তিরমিযী হা/২০০২; মিশকাত হা/৪৮৫৯; ছহীহুল জামে‘ হা/৮৭৬।]
No comments:
Post a Comment