Saturday, October 7, 2017

বরকত হাসিলের উপায় গুলি কি কি?



No automatic alt text available.


বরকত হাসিলের উপায় গুলি কি কি?
---
১-কুরআন তিলাওয়াত করা,অর্থ বুঝে আমল করা এবং দাওয়াত ও তাবলীগ করা।(সূরা স্ব-দ:২৯)
২-তাকওয়া ও ঈমান (সূরা আ'রাফ:৯৬)
৩-প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। (মুসলিম)

৪-একসাথে পরিবারের সকলে আহার করা (সহীহ্ বুখারী,মুসলিম:২০৫৯)
৫-সেহরী খাওয়া (সহীহ্ বুখারী:১৮০১)
৬-সদ্কা করা(সূরা রুম:৩৯)

৭-দুই ঈদের নামাজে নারী(কুমারী,ঋতুবতী,বিবাহিতা)-পুরুষ সকলে অংশগ্রহন করা।
(সহীহ বুখারী:৯২০)
৮-জমজম পানিতে (ইবনে মাজাহ)
৯-ইসতিগ্ফার এর মাধ্যমে (নূহ্:১০-১২)

১০-লাইলাতুল কদর (সূরা দোখান:৩)
১১-হালাল উপারজন(সহীহ বুখারী:১৪১০,মুসলিম:১০১৪)
১২-আল্লাহ্‌র শুকরিয়া আদায় করা(সূরা ইবরাহীম:৭)

১৩-আত্মীয়তার সম্পরক বজায় রাখা,উত্তম চরিএ,প্রতিবেশীর সাথে ভাল ব্যবহার করা।
(সহীহ তারগীব তারহীব:২৫২৪,সহীহুল জামে:৩৭৬৬)
১৪-শারীরিক ও আরথিক সামর্থ্যবান হলে বিবাহ করা।(সূরানূর:৩২)
১৫-নামাজ কায়েম করা।(সূরা ত্-হা:১৩২)

১৬-রিজিক অনুসন্ধানের জন্য সকাল সকাল বাহির হওয়া।
১৭-তাওয়াককুল -আললাহর উপর ভরসা করা।(তিরমিযী)

#শেইখ উমর ফারুক আবদুল্লাহ, আল-আহসা ইসলামিক সেন্টার#

No comments:

Post a Comment