Friday, October 20, 2017

জান্নাত লাভের উপায় উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া :





Image may contain: text


জান্নাত লাভের উপায় উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া : 
+++++++++++++++++++++++
চরিত্রবান লোক সকলের নিকটে সম্মানিত ও সমাদৃত। তিনিই সর্বোত্তম ব্যক্তি।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 
‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম, যার স্বভাব-চরিত্র উত্তম’।[1]

অন্যত্র রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘পূর্ণ মুমিন সে, যার চরিত্র উত্তম’।[2]

তিনি আরো বলেন, 
‘ক্বিয়ামতের দিন মুমিনের দাঁড়িপাল্লায় যে জিনিসটি সবচেয়ে বেশী ভারি হবে তা হচ্ছে উত্তম চরিত্র’।[3]

উত্তম চরিত্রের অধিকারী লোকই অধিক হারে জান্নাতে প্রবেশ করবে।
রাসূল (ছাঃ) বলেন,
‘তোমরা কি জান কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশী জান্নাতে প্রবেশ করায়? তা হচ্ছে আল্লাহর ভয় বা তাক্বওয়া ও উত্তম চরিত্র।
তোমরা কি জান মানুষকে সবচেয়ে বেশী জাহান্নামে প্রবেশ করায় কোন জিনিস? 
একটি হচ্ছে মুখ ও অপরটি লজ্জাস্থান’।[4]

[1]. বুখারী হা/৩৫৫৯।
[2]. আবুদাউদ হা/৪৬৮২; তিরমিযী হা/১১৬২;মিশকাত হা/৫১০১; সনদ হাসান ছহীহ।
[3]. তিরমিযী হা/২০০২; মিশকাত হা/৫০৮১; সিলসিলা ছহীহাহ হা/৮৭৬; সনদ হাসান।
[4]. তিরমিযী হা/২০০৪; ইবনু মাজাহ হা/৪২৪৬; মিশকাত হা/৪৬২১, সিলসিলা ছহীহাহ হা/৯৭৭।

No comments:

Post a Comment