আজ শুক্রবারএদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল-
প্রিয় নবী 🌿🌿🌿সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পাঠ।
এমনকি সপ্তাহের অন্য যেকোন দিনের চেয়ে শুক্রবারে দরূদ পাঠ বেশি ফজীলতপূর্ণ।
সুনানে আবু দাঊদে বর্ণিত-'জুমআর দিন যেকোন দিনের চেয়ে শ্রেষ্ঠ। তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দরূদ পড়বে। তোমাদের প্রেরিত দরূদ আমার কাছে ফেরেশতাগন (এক বর্ণনা মতে দরূদপাঠকারীর নাম ও পিতার নামসহ) পৌঁছে দিয়ে থাকেন।'
প্রিয় বন্ধু, শুক্রবার তো প্রতি ছয়দিন পর একবার আসে। আপনি কি এই দিনে প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ প্রেরণ করে থাকেন? না করলে এখনি শুরু করে দিন। এমনকি ওজু না থাকলেও পড়তে পারেন।
বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত শুক্রবার বলে গণ্য।
সুনানে বায়হাকীতে আনাস রা: হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-তোমরা জুমআর দিন ও জুমআর রাতে আমার প্রতি বেশি বেশি দরূদ প্রেরণ করবে। যে ব্যক্তি ১বার দরূদ পাঠ করবে আল্লাহ তা'আলা তার প্রতি ১০ বার রহমত নাযিল করবেন। (হাদীস নং ৫৯৯৪)
নবীজি আমাদের কাছে একটি জিনিস চেয়েছেন; সেটা হলো আমরা যেন তাঁর প্রতি দরূদ পাঠ করি। তাও তাঁর নিজের জন্য নয়, আমাদের জন্যই। লাভ আমাদেরই। একে দশ!!! দশে এক'শ!!! তো শুরু হয়ে যাক এখনি-
«اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ».
(আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)
“হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদের উপর।”
No comments:
Post a Comment