কেন এই পরীক্ষা❓
কি দরকার ছিলো এমন পরীক্ষার?
আল্লাহ তায়ালা তো চাইলে আমাদের সবাইকেই পাস করিয়ে দিতে পারতেন !
যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।
[ সুরা মূলক (৬৭), আয়াতঃ ২ ]
আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।
[ সূরা আল কাহাফ( ১৮), আয়াতঃ ৭ ]
মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
[ সূরা আল আন-কাবুত( ২৯) ,আয়াতঃ ২ ]
প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।
[ সূরা আল-আম্বিয়া( ২১), আয়াতঃ ৩৫ ]
No comments:
Post a Comment