Sunday, December 31, 2017

দুআ কবুল হওয়ার বিশেষ কিছু সময় ও অবস্থাঃ







দুআ কবুল হওয়ার বিশেষ কিছু সময় ও অবস্থাঃ
========================
সব সময়ই দু’আ করা যায়। তবে হাদীসে রাসূল (স) দু’আ কবুল হওয়ার বিশেষ কিছু সময় ও অবস্থার কথা বর্ণনা করেছেন।
১। শবে কদরের রাত্রে।
২। আরাফার দিনে।
৩। রমজান মাসে।
৪। জুমআর রাত্রে।
৫। আযানের সময়।
৬। আযান ও ইকামতের মাঝখানে।
৭। জিহাদে প্রচন্ড লড়াইয়ের সময়।
৮। ফরয নামাযের পর।
৯। সেজদা অবস্খায়।
১০। কুরআন তিলাওয়তের পর।
১১। জমজমের পানি পান করার সময়।
১২। মোরগ ডাকার সময়।
১৩। যিকরের মজলিসে।
১৪। বৃষ্টির সময়।
১৫। বাইতুল্লাহর প্রতি দৃষ্টি পরার মূহুর্তে।
১৬। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দু’আ কবুলের উত্তম সময়।
(বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাযাহ, তাবারানী, মুসতাদরাকে হাকেম, বাযযার)

No comments:

Post a Comment