Monday, January 1, 2018

ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে? না পড়লে সমস্যা কি? আমাদের এত বড় বড় হুজুররা কি ভুল বলতেছেন নাকি?



Image may contain: 1 person, wedding


ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে? 
না পড়লে সমস্যা কি? আমাদের এত বড় বড় হুজুররা কি ভুল বলতেছেন নাকি?
.
বিজ্ঞ বন্ধু! 
এত বড় বড় হুজুররা কি ভুল বলতেছেন? এর প্রশ্নের জবাব হলো এই বড় বড় হুজুরদের থেকে কি আরো বড় হুজুর নেই? 
হুজুর এত বড় হলেন কি করে? এই হুজুইরকে দাম দিয়েছি তো আমরা যার কথার বিপরীতে সহিহ শুদ্ধ দলিল থাকে না থাকে যুক্তি।

ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে সমস্যা হচ্ছে যে ব্যক্তি পড়বে না তার ছালাত (নামাজ) বাতিল, নতুবা অশুদ্ধ অথবা তা আংশিক ।
ঐ ব্যক্তির ছালাত সিদ্ধ নয়, যে ব্যক্তি
সুরায়ে ফাতিহা পাঠ করে না’

- বুখারী ২য় খণ্ড হা/৭২০ ইঃফাঃপ্রঃ; মুসলিম(২য়) হা/৭৭১-৭৩ বাঃ ইঃ সেন্টার প্রঃ; মুত্তাফাক আলাইহ মিশকাত/৮২২ ‘ছালাতে কিরায়াত’ অনুচ্ছেদ; সিহা সিত্তাহ সহ প্রায় সকল হাদীস গ্রন্থে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে।
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসুল (ছাঃ) এরশাদ করেছেন- ‘যে ব্যক্তি ছালাত আদায় করলো,যার মধ্যে সুরায়ে ফাতিহা পাঠ করলো না, তার ঐ ছালাত বিকলাঙ্গ বিকলাঙ্গ বিকলাঙ্গ, অপূর্ণাঙ্গ।
.
আবু হুরায়রা (রাঃ)-কে বলা হলো, আমরা যখন ইমামের পিছনে থাকি, তখন কিভাবে পড়ব ? তিনি বললেন, ‘তুমি ওটা ছালাতে চুপে চুপে পড়’। 
মুসলিম হা/৭৭৬, আবু দাউদ হা/৮২১, মিশকাত হা/৮২৩ ‘সালাতে কিরায়াত’ অনুচ্ছেদ-১২|
.
কেউ কেউ হয়ত বলবেন এখানে কোথাও বলা হয়নি একা একা কিংবা জামায়াতে ছালাতের কথা তাই না? রাসুল (ছাঃ) এর সাথে তো সাহাবাগণ জামায়াত এর সাথেই
ছালাত আদায় করতেন।
ইমামের পিছনেও সুরা ফাতেহা পড়তে হবে একথা বলেছেন রাসুল (ছাঃ) এর সেই বিশিষ্ট সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। এখন আপনি ইমামকে টানবেন না হুজুরকে টানবেন সেটা আপনার বিষয় ।

আবু হুরায়রা (রাঃ)-কে বলা হলো আমরা যখন ইমামের পিছনে থাকি, তখন কিভাবে পড়ব ? তিনি বললেন, ‘তুমি ওটা ছালাতে চুপে চুপে পড়’- (মুসলিম)
আবু হুরায়রা (রাঃ) থেকেও যদি হুজুর বড় হয়ে যায় তাহলে কিছু করার নাই ।
সাহাবী তো এখানে স্পষ্ট করেই বলে দিলেন ইমামের পিছনে চুপে চুপে পড়ে নাও!
এই সাহাবী কি আজকের বড় হুজুরের থেকে কুরআনের আয়াত ” কুরআন পাঠের সময় চুপ থাকা” আর ”ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট” হাদিস জানতেন না?
জানতেন। জানার পরেও ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে বলেছেন । কারণ? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন,
‘তোমরা কি ইমামের ক্বিরাআত অবস্থায় পিছনে কিছু পাঠ করে থাক? এটা করবে না।
বরং কেবলমাত্র সূরায়ে ফাতিহা চুপে চুপে পাঠ করবে’।
(বুখারী, ত্বাবারাণী আওসাত্ব, বায়হাক্বী, 
ছহীহ ইবনু হিববান হা/১৮৪৪; হাদীছ ছহীহ- আরনাঊত্ব; তুহফাতুল আহওয়াযী, ‘ইমামের পিছনে ক্বিরাআত’ অনুচ্ছেদ-২২৯, হা/৩১০ ২/২২৮ পৃঃ; নায়লুল আওত্বার ২/৬৭
পৃঃ, ‘মুক্তাদীর ক্বিরাআত ও চুপ থাকা’
অনুচ্ছেদ।
.
এখন কেবল আপনার যাচাই করার পালা।
আপনি যাচাই করুন তারপর গ্রহণ করুন।
.
বিজ্ঞ বন্ধু! 
মনে রাখা ভালো হবে,
যে ব্যক্তি ছালাত আদায় করল, যার মধ্যে সুরায়ে ফাতিহা পাঠ করল না, তার ঐ ছালাত বিকলাঙ্গ বিকলাঙ্গ বিকলাঙ্গ, অপূর্ণাঙ্গ।

আল্লাহ্ আমাদের সঠিক নিয়মে ছালাত আদায়ের তৌফিক দান করুক। আমিন!

No comments:

Post a Comment