Thursday, March 1, 2018

সুনান আবু দাউদ :: মজুরী অধ্যায় ২৪ 📚হাদিস ৩৪৩৯।



Image may contain: plant and text



حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ ‏.‏ فَقُلْتُ مَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا ‏.‏‏
মুহাম্মদ ইবন উবায়দ (র.)... ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) শহরবাসীদের গ্রাম হতে শহরে আগত পণ্য বিক্রেতাদের পক্ষে দালাল সেজে, তা বিক্রি করতে নিষেধ করেছেন । তখন আমি জিজ্ঞাসা করিঃ শহরবাসীরা কি গ্রামবাসীদের পণ্য বিক্রি করবে না ? তিনি (সা) বলেনঃ ঐ মাল বিক্রির জন্য কেউ যেন দালাল না সাজে ।
সুনান আবু দাউদ :: মজুরী অধ্যায় ২৪
📚হাদিস ৩৪৩৯।

No comments:

Post a Comment