Wednesday, August 8, 2018

প্রতিটি বিদ‘আত হচ্ছে জাহান্নামের আগুন।





আবু নাজীহ ইরবায ইবনে সারিয়া (রা.) বলেন -
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে ছালাত আদায় করলেন, অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্য জ্বালাময়ী ভাষণ দিলেন, তাতে চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরগুলো বিগলিত হলো।

তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! এ যেন বিদায়ী ভাষণের মতো! আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন? তিনি বলেনঃ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য উপদেশ দিচ্ছি ,আর জেনে রেখ তোমাদের ওপর যদিও সে ইমাম একজন হাবশী (নিগ্রো) গোলাম নিযুক্ত করা হয়, তবু তার কথা শুনবে তার আনুগত্য করে চলবে কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলীফাহগণের সুন্নাত অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান! (ধর্মে) প্রতিটি নব আবিষ্কার সম্পর্কে! কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বিদ‘আত এবং প্রতিটি বিদ‘আত হচ্ছে জাহান্নামের আগুন।
(আবু দাউদ হাদিস নং
৪৬০৭ ও মুসনাদে আহমাদ হাদিস নং ১৭১৪৫)

No comments:

Post a Comment