Thursday, September 13, 2018

#প্রতি_সোমবার_ও_বৃহস্পতিবারের_রোযা:



No automatic alt text available.


আয়েশা (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোযাকে খুবই গুরুত্ব দিতেন। তিনি বলতেন-
تعرض الاعمال يوم الاثنين والخميسي فاحب ان يعرض عملي وانا صاءم
"সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল সমূহ আল্লাহর নিকট পেশ করা হয়। তাই আমি এটা পছন্দ করি যে, রোযা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক।" 
(জামে'আত-তিরমিযী হাঃ ৭৪৫, সুনামের আবু দাউদ হাঃ ২৪৩৬, সুনানে ইবনে মাজাহ্ হাঃ ১৭৩৯, সুনানে আন-নাসায়ী হাঃ ২৩৬০, ২৩৬১, ২৩৬২, ২৩৬৩, ২৩৬৪, ইরওয়াহ ৪/১০৫-১০৫, তা'লাক ইবনু খুযাইমাহ ২১৭, মুখতাসার, শামায়িল ২৫৮)।

[ হাদিসের মান: সহীহ ]

No comments:

Post a Comment