“তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ "স্বালাতটি" এতো গুরুত্বপূর্ণ একটি "স্বালাত" অথচ অধিকাংশ মুসলিমই এই "স্বালাত" থেকে একেবারে গাফেল।”
“অর্থাৎ মসজিদে প্রবেশ করলেই মসজিদের আদব স্বরূপ "দু'রাকআত স্বালাত" আদায় করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ আল্লাহ্র ঘর। তাই আল্লাহ্র ঘরে প্রবেশ করেই সরাসরি বসা যাবে না।”
--------------------------------------------------------------------------
“আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণীত, আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার আগে "দু’রাকআত স্বালাত" আদায় করে নেয়।. [তিরমিযিঃ ৩১৬]”
--------------------------------------------------------------------------
“আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণীত, আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার আগে "দু’রাকআত স্বালাত" আদায় করে নেয়। "দু’রাকআত স্বালাত" আদায় করার পর বসবে নতুবা প্রয়োজন সেরে বের হয়ে যাবে। [আবু দাউদঃ ৪৬৭]”
--------------------------------------------------------------------------
“আব্দুল্লাহ ইবনু আবু সালামাহ (রঃ) সুত্রে বর্ণীত, আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণীত, আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার আগে "দু’রাকআত স্বালাত" আদায় করে নেয়।
[সহীহ মুসলিমঃ ১৫৩৯]”
--------------------------------------------------------------------------
“আবু বকর ইবনু আবু শাইবাহ (রঃ) সুত্রে বর্ণীত, রাসুলুল্লাহ (সাঃ) এর সাহাবী আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- একদিন আমি মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম রাসুলুল্লাহ (সাঃ) লোকজনের মাঝে বসে আছেন। সুতরাং আমিও গিয়ে সেখানে বসে পড়লাম, এটা দেখে রাসুলুল্লাহ (সাঃ) বললেন- সর্বপ্রথম "দু’রাকআত স্বালাত" আদায় করতে তোমার কি অসুবিধা ছিল? আমি বললাম- হে আল্লাহ্র রাসুল (সাঃ) আমি দেখলাম আপনি বসে আছেন (আলোচনা করছেন)। লোকজনও বসে আছে। রাসুলুল্লাহ (সাঃ) নির্দেশ দিলেন- তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে "দু’রাকআত স্বালাত" আদায় না করে বসবে না। [সহীহ মুসলিমঃ ১৫৪০]”
--------------------------------------------------------------------------
"এই হাদিস থেকে বুঝা যায় যে, মসজিদে গিয়ে আগে
"দু'রাকআত স্বালাত" আদায় করতে হবে পরে বসতে হবে। কিন্তু অনেককে দেখা যায় মসজিদে প্রবেশ করে আগে একটু বসে তারপর ২ রাকআত সালাত আদায় করে। এটি ঠিক নয়। এই হাদিসে নবী (সাঃ) নির্দেশ দিয়েছেন মসজিদে প্রবেশ করেই সর্বপ্রথম দু’রাকআত সালাত আদায় করতে।"
--------------------------------------------------------------------------
“জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, কোন এক জুম্মার দিনে নবী (সাঃ) লোকদের সামনে খুৎবাহ দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে (খুৎবাহ শোনার জন্য বসলেন)। তিনি জিজ্ঞাস করলেন হে অমুক! তুমি কি স্বালাত আদায় করেছো? সে বলল- না! আল্লাহ্র রাসুল (সাঃ) বললেন- উঠ! "দু’রাকআত স্বালাত" আদায় করে নাও।[সহিহ বুখারীঃ ৯৩০]
--------------------------------------------------------------------------
"আল্লাহ্র রাসুল (সাঃ) খুৎবাহ থামিয়ে ঐ ব্যক্তিকে নির্দেশ প্রদান করলেন যে আগে "দু’রাকআত স্বালাত" আদায় করে নিতে। কিন্তু আমাদের দেশের লোকেরা খোঁড়া যুক্তি দেখায় যে, খুৎবাহ শোনা ওয়াজিব তাই খুৎবাহ চলাকালীন সময় সালাত আদায় করা যাবে না। অনেক মসজিদে দেখা যায় খুৎবাহ চলাকালীন সময়ে লালবাতি জ্বালিয়ে রাখে।
মসজিদে লালবাতি জ্বালানোর অধিকার কারো নেই।
মানুষকে সালাত থেকে বাঁধা দেয়ার জন্য লালবাতি জ্বালায়!"
--------------------------------------------------------------------------
“আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন- আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো- হে আল্লাহ্র রাসুল (সাঃ) (জান্নাতে যেতে আবার) কে অস্বীকার করবে
তিনি বললেনঃ যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। [সহীহ বুখারীঃ ৭২৮০, মুসলিমঃ ১৮৩৫]”
No comments:
Post a Comment