Friday, September 21, 2018

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দুরুদ পাঠের ফযীলতঃ-



Image may contain: plant, flower and text



নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দুরুদ পাঠের ফযীলতঃ-
----- ----- -----
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশটি রহমত প্রেরণ করেন।”
(মুসলিম ১/২৮৮ নং ৩৮৪)
*
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর;কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।”
(আবু দাউদ ২/২১৮ নং ২০৪৪)।(আহমাদ ২/৩৬৭ নং ৮৮০৪)
*
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।”
(তিরমিযী ৫/৫৫১ নং ৩৫৪৬)
*
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “পৃথিবীতে আল্লাহর একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।” (নাসাঈ ৩/৪৩ নং ১২৮২)
*
রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।” (আবু দাউদ নং ২০৪১)

No comments:

Post a Comment