*মুহার্রাম মাসের রোযা*
সুন্নত রোযাসমূহের মধ্যে মুহার্রাম মাসের (অধিকাংশ দিনের) রোযা অন্যতম। রমাযানের পর পর রয়েছে এই রোযার মান। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘রমাযানের পর সর্বশ্রেষ্ঠ রোযা হল আল্লাহর মাস মুহার্রামের রোযা। আর ফরয নামাযের পর সর্বশ্রেষ্ঠ নামায হল রাতের (তাহাজ্জুদের) নামায।’’[1]
[1] (মুসলিম ১১৬৩নং, সুনানে আরবাআহ; আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ, ইবনে খুযাইমাহ, সহীহ)
গ্রন্থ: রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
লেখক: শাইখ আব্দুল হামিদ ফাইযি মাদানি
🌙🌙আলহামদুলিল্লাহ, আজকে থেকে মুহার্রাম মাস শুরু হয়ে গিয়েছে। আজকে রাত থেকে সাহরী খেয়ে আপনারা *"মুহার্রাম মাসের অধিকাংশ দিনের রোযা"* রাখার সুন্নাহ পালনে সচেষ্ট হতে পারেন, ইনশা'আল্লাহ।(আজ ১২ সেপ্টেম্বর, বাংলাদেশে মুহার্রাম মাসের ১ তারিখ)।
No comments:
Post a Comment