🍃🌸🍃🌸🍃🌸
*ঘুম থেকে উঠে প্রথম করনীয় সম্পর্কে জানুন- *
~~~~~~~~~~~
রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলে তখন দুয়া কবুলের জন্য একটা দুয়া আছে, যা পড়ে আল্লাহর কাছে তোওবা করলে আল্লাহ তোওবা কবুল করেন অথবা কোন দুয়া করলে আল্লাহ্ সেই দুয়া কবুল করেন। এইজন্য মাঝরাতে ঘুম ভাংলে অথবা তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠার পরে প্রথমে এই দুয়াট পড়ে, এর পরে ক্ষমার জন্য অথবা দুনিয়া ও আখেরাতের যেকোনো কল্যানের জন্য দুয়া করলে আল্লাহ সেই দুয়া কবুল করবেন ইন শাআ’ল্লাহ।
🌺🌿🌺🌿🌺🌿🌺🌿
~~~~~~~~~~~
রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলে তখন দুয়া কবুলের জন্য একটা দুয়া আছে, যা পড়ে আল্লাহর কাছে তোওবা করলে আল্লাহ তোওবা কবুল করেন অথবা কোন দুয়া করলে আল্লাহ্ সেই দুয়া কবুল করেন। এইজন্য মাঝরাতে ঘুম ভাংলে অথবা তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠার পরে প্রথমে এই দুয়াট পড়ে, এর পরে ক্ষমার জন্য অথবা দুনিয়া ও আখেরাতের যেকোনো কল্যানের জন্য দুয়া করলে আল্লাহ সেই দুয়া কবুল করবেন ইন শাআ’ল্লাহ।
🌺🌿🌺🌿🌺🌿🌺🌿
*রাতের বেলা ঘুম ভাঙ্গার পরে প্রথম এই দুয়াটি পড়তে হবেঃ*
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ» «رَبِّ اغْفرْ لِي».
প্রথমে এই দুয়াটা পড়ে তারপরে অন্য যেকোন দুয়া করলে, আল্লাহ সেই দুয়া কবুল করেন। *রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন*
*“যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে বলে,*
(উপরে দুয়াটির আরবী, আর নিচে বাংলা উচ্চারণ)
*“লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্’দাহ লা-শারীকালাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আ’লা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা’-নাল্লাহি, ওয়ালহা’মদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার। ওয়া লা- হা’ওলা ওয়ালা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লা-হিল আ’লিয়্যিল আ’যীম। রাব্বিগফির লী।”*
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ» «رَبِّ اغْفرْ لِي».
প্রথমে এই দুয়াটা পড়ে তারপরে অন্য যেকোন দুয়া করলে, আল্লাহ সেই দুয়া কবুল করেন। *রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন*
*“যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে বলে,*
(উপরে দুয়াটির আরবী, আর নিচে বাংলা উচ্চারণ)
*“লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্’দাহ লা-শারীকালাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আ’লা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা’-নাল্লাহি, ওয়ালহা’মদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার। ওয়া লা- হা’ওলা ওয়ালা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লা-হিল আ’লিয়্যিল আ’যীম। রাব্বিগফির লী।”*
*তাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি সে কোন দুয়া করে, তবে তার সেই দুয়া কবুল করা হবে। যদি সে উঠে ওযু করে নামায পড়ে, তবে তার নামায কবুল করা হবে।”*
❤️️
সহীহ বুখারী, ফাতহুল বারীঃ ১১৫৪। হাদীসের ভাষ্য ইবন মাজাহ এর অনুরূপ। সহীহ ইবন মাজাহঃ ২/৩৩৫।
❤️️
সহীহ বুখারী, ফাতহুল বারীঃ ১১৫৪। হাদীসের ভাষ্য ইবন মাজাহ এর অনুরূপ। সহীহ ইবন মাজাহঃ ২/৩৩৫।
দুয়াটির অর্থঃ
*একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।* *আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন”।*
*একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।* *আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন”।*
আমিন।।।। ❤️🌹
No comments:
Post a Comment