Friday, November 30, 2018

মা-বাবার জন্য প্রাণ খুলে দু'আ করুন। বিশেষত, যারা ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছেন।



Image may contain: plant, outdoor and nature

.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "জান্নাতে কোন কোন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, 'কীভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল?' তখন তাকে বলা হবে, 'তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার ফলে।' " 
(ইবনু মাজাহ ২/১২০৭, সিলসিলা সহিহাহ ৪/১৭২, হাদিসটি সহিহ)
.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, "মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সকল কর্ম বন্ধ হয়ে যায়; কেবল তিনটি ব্যতীত--সদাক্বায়ে জারিয়াহ বা প্রবহমান দান (যেটা চলমান থাকে; যেমন: কোন টিউবওয়েল নির্মাণ, মাসজিদ-মাদ্রাসা নির্মাণ, কাউকে হালাল ইনকামের পথ তৈরি করে দেওয়া ইত্যাদি), কল্যাণকর জ্ঞান ও নেককার সন্তান, যে তার জন্য দু'আ করে।" (সহিহ মুসলিম ৩/১২৫৫)

No comments:

Post a Comment