Friday, November 16, 2018

"সাতটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা নেক কাজের দিকে সত্বর অগ্রসর হও।



No automatic alt text available.


ইবনে উমার (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) আমার কাঁধ ধরে বললেন -- "দুনিয়াতে তুমি এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক। তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকাল বেলার অপেক্ষা (আশা) কর না এবং সকালে উপনীত হলে সন্ধ্যা বেলার অপেক্ষা কর না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগব্যাধির (দিনগুলোর) জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুতি কর।"
(বুখারী)

নিচের ঘরটার দিকে লক্ষ্য করুন। কত টাকা অপচয় হয়েছে এই ঘরের পিছনে? শুধুমাত্র সাময়িক আনন্দের জন্য !
অথচ, এই টাকাগুলো দিয়ে অনায়াসেই অনেকগুলো গরীবের মুখে হাসি ফোঁটান যায়। তাদের অন্তত এক বেলার খাবারের চাহিদা মেটান যায়।

এ রকম আড়ম্বরপূর্ণ যাদের জীবন, তারা কি করে দুনিয়াতে একজন মুসাফিরের মত জীবন কাটাবে ??
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন -- "সাতটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা নেক কাজের দিকে সত্বর অগ্রসর হও।
যথা :--

 তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্রের, যা অমনোযোগী (অক্ষম) করে দেয়?
 অথবা এমন প্রাচুর্যের, যা ধর্মদ্রোহী বানায় ?
 অথবা এরূপ রোগ-ব্যাধির, যা (দৈহিক সামর্থ্যকে) তছনছ করে দেয় ?
 অথবা এমন বৃদ্ধাবস্থার, যা জ্ঞান-বুদ্ধিকে লোপ করে দেয় ?
 অথবা এমন মৃত্যুর, যা অলক্ষেই উপস্থিত করে দেয় ?
 কিংবা দাজ্জালের, যা অপেক্ষমাণ নিকৃষ্ট অনুপস্থিত বস্তু ?
 অথবা কিয়ামতের, যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্তকর ?

(তিরমিযী)

No comments:

Post a Comment