💥 কাতারের মাঝে ফাঁক বন্ধ করার ফযিলতঃ-
👉 আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, এর বিনিময়ে আল্লাহ্ তার
🔖একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং
🔖তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।[ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব হা/৫৭৯৫; মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/৩৮২৪; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ হা/১৮৯২।]
💥 একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কে জাগ্রত করার ফযিলতঃ-
👉 রাসুল (ﷺ) বলেন, যে অামার মৃত্যুর পর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কে জাগ্রত করবে বা ফিরিয়ে সংরক্ষন করবে, সে সাহাবিদের জমানার ৫০ জন শহীদের মর্যাদার সওয়াব লাভ করবে। (তাবারানি:১৮২,সিলসিলা সহীহ :৮৯২)।
👉 আল-বারাআ ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ)
🔖কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে আমাদের বুক ও কাঁধ সোজা করে দিতেন,
🔖আর বলতেনঃ তোমরা কাতারে বাঁকা হয়ে দাঁড়িও না। অন্যথায় তোমাদের অন্তরে বৈপরিত্য সৃষ্টি হবে।
🔖তিনি আরো বলতেনঃ নিশ্চয় প্রথম কাতারসমূহের প্রতি মহান আল্লাহ রহমাত বর্ষণ করেন এবং তাঁর মালায়িকাহ্ দু’আ করেন। [সুনানে আবু দাউদ, হাদিস নং ৬৬৪] হাদিসের মান: সহিহ হাদিস
👉 আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
🔖তোমরা (সলাতের) কাতার সমূহে মিলে মিশে দাঁড়াবে।
🔖এক কাতারকে অপর কাতারের নিকটে রাখবে। পরস্পর কাঁধে কাধঁ মিলিয়ে দাঁড়াবে। ঐ সত্তার শপথ, যার হাতে আমার জীবন! আমি চাক্ষুস দেখতে পাচ্ছি,
🔖কাতারের খালি (ফাঁকা) জায়গাতে শয়তান যেন একটি বকরীর বাচ্চা ন্যায় প্রবেশ করছে। [সুনান আবূ দাউদ (তাহকিককৃত) ৬৬৭, নাসায়ী (অধ্যায়ঃ ইমামাত, অনুঃ কাতার ঠিক করতে ইমামের উৎসাহ দান, হাঃ ৮১৪), ইবনু খুযাইমাহ (১৫৪৫), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৩/১০০) আবান সূত্রে।] হাদিসের মানঃ সহিহ
💥 কুরআন সুন্নাহ আমাদের জান্নাতের পথ।
No comments:
Post a Comment