Tuesday, November 27, 2018

দুনিয়াকে কিসের সাথে তুলনা দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম



No automatic alt text available.


এই দুনিয়ার সমস্ত ধন-সম্পদ, বিলাস বহুল অট্রালিকা আর রঙ্গ ভারা ঐশ্চর্য আল্লাহর নিকট একটা মৃত কানকাটা ছোট্ট ছাগলের চেয়েও নগণ্য:
-------- ------------ ---------:>
দুনিয়ার জীবন শুধু সামান্য কিছু সময়ের জন্যেই নয় বরং তা অতি তুচ্ছ-নগণ্যও বটে। দেখুন এই দুনিয়ার ভোগ বিলাস যা কিনা আমাদের ভুলিয়ে রাখে সেই দুনিয়াকে কিসের সাথে তুলনা দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম,একটি মৃত কান কাটা ছাগলের সাথে !

❒ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো একটি বাজারের উপর দিয়ে যাচ্ছিলেন, আর তাঁর দুপাশে ছিলেন সাহাবায়ে কিরাম(রাদিয়াল্লাহু আনহুম)। তিনি যখন একটি কানকাটা মরা ছাগল ছানার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এর কান ধরে তাঁদের জিজ্ঞেস করলেনঃ 
-তোমাদের কেউ কি এক দিরহামের বিনিময়ে এটা কিনতে রাজি আছো? 
-সাহাবায়ে কেরাম: আমরা কোনো কিছুর বিনিময়ে এটা কিনতে রাযি রাজি নয়; আর আমরা এটা দিয়ে করবই বা কি ?
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: “তোমরা বিনামূল্যে এটা নিতে রাজি আছো?”
- সাহাবাগণ: আল্লাহর কসম ! এটা যদি জীবিতও থাকতো, তবু তো এটা ত্রুটিপূর্ণ; কেননা এটার কানকাটা। তবে মৃতটাকে দিয়ে কি হবে?
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: “আল্লাহর কসম করে বলছি ! তোমাদের কাছে এ মৃত কানকাটা ছোট্ট ছাগল টা যেরূপ নিকৃষ্ট দুনিয়াটা আল্লাহর কাছে এর চাইতেও বেশি নিকৃষ্ট।” (মুসলিম)

তারপরও কিনা আমরা দুনিয়ার ভোগ বিলাস, বিত্ত-ভৈবব, জীবনের সরঞ্জাম, অর্থ-কড়ি, নারী, গাড়ি, অট্রালিকা আর রঙ তামাশার পেছনে ছুটে বেড়াতে বেড়াতে আমাদের প্রকৃত জীবন তথা আখেরাতকে ভুল বসে আছি!!
দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা আল্লাহর ইবাদতকে ভুলে যাই!
এই দুনিয়ার জীবনে একটু সুখের আশায় হালাল-হারামের তওয়াক্কা করি না!
ক্ষণিকের আনন্দের জন্য অবৈধ লালসায় হারিয়ে যাই!
রঙ্গ ভরা যৌবন আর তারুন্যের উচ্ছলতায় অহংকারে ডুবে ধরাকে সরা জ্ঞান করে বসি!
অথচ এ দুনিয়ার সুখ প্রকৃত সুখ নয়। বরং পরকালের সুখই হল প্রকৃত সুখ। 
মৃত্যুর পরের জীবনকে সুখময় করার জন্য দুনিয়ার অবৈধ লালসা চরিতার্থ করা হতে বিরত থাকাই হল প্রকৃত বুদ্ধিমানের পরিচয়।
মৃত্যু যখন আমাকে গ্রাস করবে তখন সব অহংকার, বিলাসিতা, স্বপ্ন এবং রঙ্গ ভরা জীবনের সব রঙ মূহুর্তে বিনাশ হয়ে যাবে। 
সুতরাং ঈমানদার দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে পারে না। বরং তার কর্তব্য হবে মৃত্যু পরবর্তী জীবনকে পরিপটিভাবে সাজানোর জন্য কাজ করা। আমলে সালেহ করা। পাপাচার ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখা।
আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

No comments:

Post a Comment