ওজুতে অংগগুলো এক বার, দুইবার এবং তিনবার করে ধৌত করা যায় । তিনবারের বেশি ধৌত করা যাবে না।
আজ ওযুর অঙ্গগুলোএকবার ধৌত করার একটি সাহীহ হাদিস দিলাম । পরে অন্য গুলো দিব ইনশাআল্লাহ-
হাদিস-(Hadith)
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً مَرَّةً.
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্নিত, রাসুল (সাঃ) এক ওযুতে ওযুর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করলেন। [বুখারী-১৫৭]
পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন / গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) / অধ্যায়ঃ ৪/ উযূ (كتاب الوضوء)
হাদিস নম্বরঃ ১৫৭
(আধুনিক প্রকাশনীঃ ১৫৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৫৯)
[Narrated Ibn `Abbas: The Prophet (ﷺ) performed ablution by washing the body parts only once.] [Bukhari-157]
No comments:
Post a Comment