Tuesday, January 8, 2019

আকাশের বিশেষ একটি দরজা এবং দুটি নূরঃ



Image may contain: cloud and sky



আকাশের বিশেষ একটি দরজা এবং দুটি নূরঃ
--- ----- -------
একদা জিবরাঈল (আঃ) রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বসেছিলেন। এমন সময় উপর হতে এক বিকট শব্দ এলো।
জীব্রাঈল (আঃ) উপরের দিকে তাকিয়ে বললেনঃ
'আজ আকাশ হতে ঐ দরজা খুলে গেছে যা ইতিপুর্বে কখনও খুলে নি।'
অতঃপর সেখান হতে একজন ফেরেশতা রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বললেন, 'আপনি খুশি হউন! এমন দুটি নূর আপনাকে দেওয়া হল যা ইতিপুর্বে কাওকে দেয়া হয়নি। তা হল সুরা ফাতিহা ও সুরা বাক্বারাহ'র শেষ আয়াতগুলো। অর এক একটি অক্ষরের উপর নূর রয়েছে''।
- সহীহ মুসলিম, সুনান নাসাঈ; সুনান নাসাঈ'র শব্দ।
*
যখন রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মিরাজে নিয়ে জাওয়া হয় এবং তিনি সপ্তম আকাশে অবস্থিত সিদরাতুল মুনতাহায় পৌঁছেন, যে জিনিস আকাশের দিকে উঠে যায় তা এই স্থান পর্যন্ত পুঁছে থাকে ও এখান হতেই নিয়ে নেয়া হয় এবং যে জিনিস উপর থেকে নেমে আসে ওটাও এখান পর্যন্তই পৌঁছে থাকে। অতঃপর এখান হতেই নিয়ে নেয়া হয়। সেখানে রাসুল (সাঃ) কে তিনটা জিনিস দেয়া হয়ঃ
১/ পাঁচ ওয়াক্ত সালাত
২/ সুরা বাক্বারাহ'র শেষ আয়াতগুলি
৩/ একত্ববাদীদের সমস্ত পাপের ক্ষমা
- সহীহ মুসলিম।
*
ইবন আব্বাস (রাঃ) বলেনঃ আমরা রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশে বসে ছিলাম এবং জিবরাঈল (আঃ)ও তাঁর নিকট ছিলেন। এমন সময় আকাশ হতে এক ভয়াবহ শব্দ আসে।
জীব্রাঈল (আঃ) উপরের দিকে তাকিয়ে চক্ষু উত্তোলন করেন এবং বলেনঃ
'আজ আকাশ হতে ঐ দরজা খুলে গেছে যা আজ পর্যন্ত কোনদিন খুলে নি।'
অতঃপর সেখান হতে একজন ফেরেশতা অবতরণ করেন এবং রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেনঃ
'আপনি সন্তোষ প্রকাশ করুন! আপনাকে ঐদুটি নূর দেয়া হচ্ছে যা আপনার পুর্বে কোন নাবী কে দেওয়া হয়নি। তা হচ্ছে সুরা ফাতেহা ও সুরা বাক্বারাহ'র শেষ আয়াত দু'টি। এগুলোর প্রত্যেকটি অক্ষরের উপর আপনাকে নূর দেয়া হবে।
- সহিহ মুসলিম ১/১৫৫, নাসাঈ ৫/১২।
ইমাম নাসাঈর (রহঃ) বর্ননায় এ হাদিসটি বর্নিত হয়েছে।

No comments:

Post a Comment