
"ইসহাক ইবনু ইবরাহীম ও আলী ইবনু খাশরাম (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেন সূলায়ক গাতফানী (রাঃ) জুমআর দিনে এলেন। তখন রাসুলুল্লাহ ﷺ খুৎবা দিচ্ছিলেন। তখন সুলায়ক (রহঃ) বসে পড়লেন। নাবী ﷺ বললেন, হে সূলায়ক! তুমি দাঁড়িয়ে সংক্ষেপে দু-রাকআত সালাত আদায় করে নাও। তারপর বললেন, তোমাদের কেউ জুমুআর দিন মসজিদে এলে, ইমাম তখন খুৎবারত থাকলে সংক্ষিপ্ত আকারে দু- রাকআত সালাত আদায় করে নেবে।" [সহীহ মুসলিম:১৮৯৭]
No comments:
Post a Comment