Sunday, February 1, 2015

Hadith from Sahih Bukhari



রেফাআ জারকি (রাঃ) বলেন, আমরা একদিন রাসুল (সাঃ) এর পিছনে নামায পড়তেছিলাম, তিনি যখন রুকুতে "সামিআল্লাহ হুলিমান হামিদা" বলে মাথা উঠালেন তখন পিছন থেকে একজন বললো "রাব্বানা লাকাল হামদ্ হামদান ক্বাছিরান ত্যায়েবান মুবারাকান ফিকহে".  রাসুল (সাঃ) সালাত শেষে বলে উঠলেন, কে বলেছে ...?  সে বললো, আমি.  রাসুল (সাঃ) বললেন, আমি 30 জনেরও বেশি ফেরেশতাদের লক্ষ্য করেছি, এর সওয়াব লিখার জন্য দৌড়ে ছুটে আসছে.  কে কার আগে লিখবে.  বোখারী, ফাতহুল বারী ২/২84

রেফাআ জারকি (রাঃ) বলেন, আমরা একদিন রাসুল (সাঃ) এর পিছনে নামায পড়তেছিলাম, তিনি যখন রুকুতে "সামিআল্লাহ হুলিমান হামিদা" বলে মাথা উঠালেন তখন পিছন থেকে একজন বললো "রাব্বানা লাকাল হামদ্ হামদান ক্বাছিরান ত্যায়েবান মুবারাকান ফিকহে". রাসুল (সাঃ) সালাত শেষে বলে উঠলেন, কে বলেছে ...? সে বললো, আমি. রাসুল (সাঃ) বললেন, আমি 30 জনেরও বেশি ফেরেশতাদের লক্ষ্য করেছি, এর সওয়াব লিখার জন্য দৌড়ে ছুটে আসছে. কে কার আগে লিখবে.
বোখারী, ফাতহুল বারী ২/২84

No comments:

Post a Comment