Wednesday, April 15, 2015

পহেলা বৈশাখ




পহেলা বৈশাখ
"নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ্‌র সাথে শরীক করে আল্লাহ্‌ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম । আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই ।"
[সুরা-মায়িদাহ, আয়াত-৭২]
কেউ যদি এই ধারণা পোষণ করে যে,নববর্ষের প্রারম্ভের সাথে কল্যাণের কোন সম্পর্ক রয়েছে, তবে সে শিরকে লিপ্ত হল, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থির করল। যদি সে মনে করে যে আল্লাহ এই উপলক্ষের দ্বারা মানবজীবনে কল্যাণ বর্ষণ করেন, তবে সে ছোট শিরকে লিপ্ত হল। আর কেউ যদি মনে করে যে নববর্ষের আগমনের এই ক্ষণটি নিজে থেকেই কোন কল্যাণের অধিকারী, তবে সে বড় শিরকে লিপ্ত হল, যা তাকে ইসলামের গন্ডীর বাইরে নিয়ে গেল। আর এই শিরক এমন অপরাধ যে, শিরকের ওপর কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন । আল্লাহ্‌ সুবাহানাহুয়াতাআলা বলেনঃ
"অধিকাংশ মানুষ আল্লাহ্‌র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক"[সূরা-ইউসুফ, আয়াত-১০৬]

No comments:

Post a Comment