Thursday, April 16, 2015

প্রশ্নঃ কারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে ???




প্রশ্নঃ কারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা
হবে ???
----------------------------------------------------
উত্তরঃ
কুরআনে বর্ণিত হয়েছেঃ"মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ী ভাবে অবস্থান করবে,এরাই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম"।
(সূরা বাইয়্যিনাহ-আয়াত নং-৬)
অর্থাৎ-মুশরিকরা কক্ষনো
জান্নাতে প্রবেশ করতে পারবেনা এবং
কাফিররাও। সৃষ্টির মধ্যে যত রকম ঘৃণিত
জীব-জন্তু রয়েছে তার মধ্যে মুশরিকরাই
হল সবচেয়ে ঘৃণিত ও নিকৃষ্ট।
মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ এদেরকে নিকৃষ্ট জীবের সাথে তুলনা করেছেন।
বরং আরও অধিক নিকৃষ্ট।
কিছু মানুষ বিবেক সম্পন্ন হওয়া
সত্ত্বেও আল্লাহর সাথে শিরক করছে।
এ সমস্ত মানুষেরা আল্লাহর সঠিক পরিচয়
শিক্ষা অর্জন করেনি,আল্লাহর যথার্থ
মূল্যায়ন করেনি,আল্লাহর মর্যাদা
বুঝেনি!!! যার ফলে তারা আল্লাহর
ইবাদতের পাশাপাশি অন্যের ইবাদত
করেছে।
যেমনঃ মাজারে সিজদা করছে।
আল্লাহর জন্য কুরবানি করছে পাশাপাশি
পীরের ওরসের সময় মাজার বা পীরের
জন্যও পশু জবাই করছে। কাওয়ালী ও
মারেফতি সঙ্গীতের আয়োজন করছে।
নিষেধ করা সত্ত্বেও তারা শিরক ও কুফরি
মূলক কাজে লিপ্ত থাকছে এবং এই
অবস্তায় মৃত্যু বরণ করছে। অথচ মুহাম্মাদ
( সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম)
বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সাথে
কোন কিছুকে শিরক করা অবস্থায় মৃত্যু
বরণ করবে সে জাহান্নামে যাবে।
(সহী মুসলিম- হাদীস নং- ৯৩)

No comments:

Post a Comment