Monday, April 13, 2015

আসসালামু আলাইকুম




আসসালামু আলাইকুম
ঃ- দ্বীনের দাওয়াতের কাজে অধৈর্য হওয়া একটি বহিঃপ্রকাশ হচ্ছেঃ-
আপনার কথার সাথে না মিললে দ্রুত রেগে যাওয়া 
যেন মনে করছেন আজকেই তার মধ্যে ইসলাম 
প্রতিস্ঠা করে ফেলবেন?
- আপনাকে চেষ্টা করতে বলেছে , কাওকে আপনি জোড় করে বুঝাতে পারবেননা, কারন হেদায়েতের মালিক আল্লাহ্‌ এবং আল্লাহ্‌ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন
আল্লাহ্‌ বলেছেনঃ
তাদের হেদায়ত করার দায়িত্ব তোমার উপরে নয়, কিন্তু আল্লাহ্ হেদায়ত করেন যাদের তিনি ইচ্ছা করেন। আর ভালো জিনিসের যা-কিছু তোমরা খরচ কর তা তোমাদের নিজেদের জন্য, আর তোমরা আল্লাহ্‌র সন্তষ্টি লাভের উদ্দেশ্যে ছাড়া খরচ করো না। আর ভালো যা-কিছু তোমরা খরচ কর তা তোমাদের পুরোপুরি প্রদান করা হবে, আর তোমাদের প্রতি অন্যায় করা হবে না।
(সুরা বাকারা- ২৭২)

No comments:

Post a Comment