Wednesday, May 6, 2015

বিভিন্ন মূর্তি এবং শিখা অনির্বাণ, শিখা চিরন্তন এগুলো কেন শির্ক?




বিভিন্ন মূর্তি এবং শিখা অনির্বাণ, শিখা চিরন্তন এগুলো কেন শির্ক?
-----------------------------------------------------------------------------
কেউ যদি অগ্নিশিখাকে অনির্বাণ এবং চিরন্তন মনে করে, তাহলে তার এরূপ আক্বীদা পোষণ করাই হবে বড় শির্ক । যার ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেননা সৃষ্টিজগতে সবই ধ্বংস হবে। কেবলমাত্র আল্লাহ ব্যতীত। রাজত্ব কেবল তাঁরই এবং তাঁর কাছেই সবাইকে ফিরে যেতে হবে’ (ক্বাছাছ ২৮/৮৮; বাক্বারাহ ২/২৫৫)। [মাসিক আত তাহরিক] 
অর্থাৎ সৃষ্টি জগতে অনির্বাণ এবং চিরন্তন বলে কোন কিছুই নেই, এগুলো ছাড়াও যতরকম মূর্তি রয়েছে সবগুলোই ইসলামে হারাম। ইসলাম ধর্মে মূর্তির কোন যায়গা নেই। শির্কের প্রধান উৎসই হচ্ছে মূর্তি, নুহ (আঃ)-এর কওম প্রথম শির্কে লিপ্ত হয়েছিল এই ছবি মূর্তির মাধ্যমেই। এজন্যই ইসলামে মূর্তির শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হারাম। প্রত্যেক মূর্তির মধ্যে থাকে জীন শয়তান। উবাই ইবনু কাব (রাঃ) বলেন, প্রত্যেক মূর্তির সাথে ১জন করে নারী জীন থাকে। (মুসনাদে আহমাদ-হাদিস ২১২৬৯)

No comments:

Post a Comment