আপনি কি এই রমজানেই জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পেতে চান?
রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ৪০ দিন জামাতে সলাত আদায় করবে এবং তাকবীরে তাহরিমা পাবে অর্থাৎ সলাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে(দেরিতে নয়, ইমাম প্রথম তাকবীর দিয়ে সলাত আরম্ভ করে দিলে তারপর উপস্থিত হলে হবে না, ইমামের সাথে সাথেই শুরু করতে হবে) আল্লাহ তাকে ২টি জিনিষ হতে মুক্তি দিবেন। ১- জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং ২- মুনাফিকি থেকে মুক্তি দিবেন। (তিরমিজি,সিলসিলাহ সহিহাহ-হাদিস ৭৪৭, সহিহ তারগিব-হাদিস ৪০৪, আব্দুল হামিদ ফাইযি আল মাদানি-ফাযাইলে আমল/২৪ পৃষ্ঠা)
মাঝে মধ্যে সমস্যা হয় ফজর নামাজ কিন্তু রোযার মাসে সেই সমস্যাও থাকবে না, সুতরাং আপনি খুব সহজেই ৩০ দিন হাদিসটা অনুসরণ করতে পারছেন বাকি মাত্র ১০ দিন, আপনি যদি জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি চান তবে ঐ ১০ দিনও হয়ে যাবে ইনশা-আল্লাহ। আজকেই ক্যালেন্ডারে দাগ দিয়ে শুরু করতে পারেন, মাত্র ৪০ দিন, বিনিময় জাহান্নাম থেকে মুক্তি অন্যকথায় নিশ্চিত জান্নাত, নিঃসন্দেহে এটি বড় সফলতা।
No comments:
Post a Comment