Tuesday, June 9, 2015

'আল হামদুলিল্লাহ' হচ্ছে আল্লাহর উপর বান্দার সন্তুষ্টির উচ্চ মাকাম।



'আল হামদুলিল্লাহ' হচ্ছে আল্লাহর উপর বান্দার সন্তুষ্টির উচ্চ মাকাম।
বিপদের সময় 'আল হামদুলিল্লাহ' পাঠ করা সুন্নাত।এটি অনেক মানুষ জানে না।
কেউ যদি এ সময় 'আল হামদুলিল্লাহ পাঠ করে
তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। যে ঘরের নাম দেয়া হবে 'বায়তুল হামদ'।
রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“কোন বান্দার সন্তান যখন মৃত্যু বরণ করে, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? তারা বলেন, হ্যাঁ। তিনি আবার বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করেছো? তারা বলেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, আমার বান্দা কী বলেছে? তারা বলেন, حمدك واسترجع সে (আল হামদুলিল্লাহ বলে) আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি.... পড়েছে। তখন আল্লাহ্ বলেন, আমার বান্দার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও এবং তার নাম রাখ ‘বায়তুল হামদ’
বা প্রশংসার ঘর।”
(হাদীছটি বর্ণনা করেছেন তিরমিযী ও ইবনে হিব্বান। দ্র: সহীহ তারগীব ও তারহীব- আলবানী, হা/২০১২)

No comments:

Post a Comment