চোগলখুরি
**********
একজনের কথা-ঝগড়া বিবাদ, মনোমালিন্যের উদ্দেশ্যে অন্যের কাছে লাগানোই ইসলামের পরিভাষায় চোগলখুরি বলে। চোগলখুরি সম্পুর্ণ হারাম। বর্তমানে আমরা চোগলথুরিকে খুব সাধারন ব্যাপারে পরিণত করেছি এবং প্রতিনিয়তই তা করে যাচ্ছি। এ হতে আমরা সাবধান হই এবং কঠোরভাবে এ অভ্যাসকে দূর করি, কারণ-
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন,
“সে ব্যক্তির অনুসরণ করো না, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, যে অসাক্ষাতে নিন্দা করে, যে একজনের কথা অন্যজনের কাছে লাগায়।” [সুরা আল কালাম ১০ -১১]
রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন ,
“চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না।” [বুখারি,মুসলিম]
**********
একজনের কথা-ঝগড়া বিবাদ, মনোমালিন্যের উদ্দেশ্যে অন্যের কাছে লাগানোই ইসলামের পরিভাষায় চোগলখুরি বলে। চোগলখুরি সম্পুর্ণ হারাম। বর্তমানে আমরা চোগলথুরিকে খুব সাধারন ব্যাপারে পরিণত করেছি এবং প্রতিনিয়তই তা করে যাচ্ছি। এ হতে আমরা সাবধান হই এবং কঠোরভাবে এ অভ্যাসকে দূর করি, কারণ-
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন,
“সে ব্যক্তির অনুসরণ করো না, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, যে অসাক্ষাতে নিন্দা করে, যে একজনের কথা অন্যজনের কাছে লাগায়।” [সুরা আল কালাম ১০ -১১]
রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন ,
“চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না।” [বুখারি,মুসলিম]
No comments:
Post a Comment