Monday, October 12, 2015

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে,




আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, 
একব্যাক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করে অনুমতি চাইলে তখন তিনি বললেনঃ তাকে অনুমতি দাও। সে তার বংশের নিকৃষ্ট সন্তান। অথবা বললেনঃ সে তার গোত্রের ঘৃন্যতম ভাই। 
___________
যখন সে প্রবেশ করল তখন তিনি তার সাথে নম্যভাবে কথা বার্তা বললেন। আমি বললাম: ইয়া রাসুলুল্লাহ আপনি এর সম্পর্কে যা বলার তা বলেছেন। এখন আপনি তার সাথে নম্যভাবে কথা বললেন। 
___________
তিনি বললেনঃ হে আরেশা! আল্লাহর কাছে মর্যাদায় নিকৃষ্ট সে ব্যাক্তি! যার অশালীন আচরন থেকে বেচে থাকার জন্য মানুষ তার সংশ্রব ত্যগ করে।
___________
গ্রন্থের নামঃ সহীহ বুখারী (ইফাঃ), হাদিস নম্বরঃ [৫৭০১] অধ্যায়ঃ ৬৫/ আচার ব্যবহার| পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

No comments:

Post a Comment