উওরঃ যেকোন ধরনের পানাহার বসে করাই সুন্নাত ।
(মুসলিম হা-২০২৪, মিশকাত হা-৪২৬৬-৬৭)
(মুসলিম হা-২০২৪, মিশকাত হা-৪২৬৬-৬৭)
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উঁটের ন্যায় তোমরা এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং দুই তিনবার (শ্বাস নিয়ে) পান করো। আর যখন তোমরা পানি পান করা শুরু কর তখন বিসমিল্লাহ বলো এবং যখন পান করা শেষ করো তখন আল-হামদুলিল্লাহ বলো। হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন এটি হাসান হাদীস।
[তাখরীজুল মিশকাত, ৪২৭৮, তিরমিযি]
[তাখরীজুল মিশকাত, ৪২৭৮, তিরমিযি]
রাসূল (ছাঃ) একাধিক হাদীসে দাড়িয়ে পান করতে নিষেধ করছেন ।
(মুসলিম হা-২০২৫-২৬, তিরমিযী হা-১৪৮০)
(মুসলিম হা-২০২৫-২৬, তিরমিযী হা-১৪৮০)
তবে প্রয়োজনে দাড়িয়ে পান করাও জায়েয (আহমাদ হা-৭৯৫, বুখারী হা-৫৬১৫, ইবনু মাজাহ হা-৩৩০১, মিশকা হা-৪২৭৫) ।
No comments:
Post a Comment