Wednesday, November 4, 2015

সহীহ মুসলিম: ২৭৫৯




আমাদের সকলের উচিত আল্লাহ্‌র উপর সন্তুষ্ট থাকা। আমাদের যা আছে তা নিয়ে আল্লাহ্‌র শোকরিয়া আদায় করা। আল্লাহ্‌ আমাদেরকে যতটুকু রিযিক দান করেছেন তাতেই আলহামদুলিল্লাহ্‌ বলা।
____________
আনাস (রাঃ) হতে বর্ণিতআছে, তিনি বলেন, 
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ সেই বান্দার উপর আল্লাহ অবশ্যই সন্তুষ্ট থাকেন, যে এক গ্রাস খাদ্য গ্রহণ করেই তাঁর প্রশংসা করে এবং এক ঢোক পানীয় পান করেই তাঁর প্রশংসা করে ('আল-হামদু লিল্লাহ' বলে) । 
সহীহ মুসলিমঃ ২৭৫৯

No comments:

Post a Comment