Thursday, November 12, 2015

একাকী নামাজের চাইতে জামা'য়াতে নামাজ আদায়ের গুরুত্ত্ব-




একাকী নামাজের চাইতে জামা'য়াতে নামাজ আদায়ের গুরুত্ত্ব-
উবাই ইবনু কা' ব রা: বলেন, আল্লাহর রাসুল সা: বলেছেন : - একা একা সালাত আদায়ের চেয়ে অপর এক ব্যক্তির সাথে সালাত আদায় করা উত্তম, আর দু' জনের সংগে জামা'য়াত করে সালাত আদায় করা একাকী ব্যক্তির সাথে (দুইজনের) সালাত আদায়ের চাইতে উত্তম। তারপর যত অধিক ( বড় জামা'য়াত) হবে ততই মহাপরাক্রমশালী আল্লাহর নিকট তা প্রিয় হবে।
( আবু দাউদ, নাসাঈ, ইবনু হিব্বান একে সহিহ বলেছেন)

No comments:

Post a Comment