শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি করতে হবে?
উত্তরঃ খাওয়ার পূর্বে বিসমিল্লাহ না বললে সেই খাবারে শয়তান শরীক হয়, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে সেই খাবার থেকে শয়তান কিছু খেতে পারেনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয়না, শয়তান সেই খাবারকে তার জন্যে হালাল মনে করে।”
(সহীহ বুখারীঃ ৩২৮০, সহীহ মুসলিমঃ ২০১৭, সুনানে তিরমিযীঃ ১৮১২,
সুনানে আবু দাউদঃ ৩৭৩১।)
(সহীহ বুখারীঃ ৩২৮০, সহীহ মুসলিমঃ ২০১৭, সুনানে তিরমিযীঃ ১৮১২,
সুনানে আবু দাউদঃ ৩৭৩১।)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন যে, ‘‘কোন ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ তাআ’লাকে স্মরণ করে; অর্থাৎ (‘বিসমিল্লাহ’ বলে) তখন শয়তান তার সংগীদেরকে বলে, ‘আজ না তোমরা এ বাড়িতে রাত্রি যাপন করতে পারবে, আর না তোমরা কোন খাবার খেতে পারবে।’ অন্যথা যখন সে প্রবেশ কালে আল্লাহ তাআ’লাকে স্মরণ করে না (অর্থাৎ ‘বিসমিল্লাহ’ বলে না), তখন শয়তান তার সংগীদেরকে বলে, ‘তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে।’ আর যখন আহার কালেও আল্লাহ তাআ’লাকে স্মরণ করে না (অর্থাৎ ‘বিসমিল্লাহ’ বলে না), তখন শয়তান তার চেলাদেরকে বলে, ‘তোমরা রাত্রিযাপনের জন্যে জায়গা ও রাতের খাবার দুটোই পেয়ে গেলে।”
(সহীহ মুসলিমঃ ২০১৮, সুনানে আবু দাউদঃ ৩৭৬৫, সুনানে ইবনু মাজাহঃ ৩৮৮৭, মুসনাদে আহমাদঃ ১৪৩১৯।)
(সহীহ মুসলিমঃ ২০১৮, সুনানে আবু দাউদঃ ৩৭৬৫, সুনানে ইবনু মাজাহঃ ৩৮৮৭, মুসনাদে আহমাদঃ ১৪৩১৯।)
খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যা বলতে হয়ঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘তোমাদের কেউ যখন আহার করবে, সে যেন শুরুতে আল্লাহ তাআ’লার নাম নেয় (অর্থাৎ ‘বিসমিল্লাহ’ বলে)। আর যদি শুরুতে সে আল্লাহর নাম নিতে ভুলে যায়, তাহলে সে যেন বলে
بسمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
উচ্চারণঃ বিসমিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী।
অর্থঃ এই (খাওয়ার) শুরু ও শেষ আল্লাহ্র নামে।
(সুনানে আবু দাউদঃ ৩৭৬৭, সুনানে তিরমিযীঃ ১৮৫৮, সুনানে ইবনু মাজাহঃ ৩২৬৪, হাদীসটি হাসান সহীহ, শায়খ আলবানী।)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘তোমাদের কেউ যখন আহার করবে, সে যেন শুরুতে আল্লাহ তাআ’লার নাম নেয় (অর্থাৎ ‘বিসমিল্লাহ’ বলে)। আর যদি শুরুতে সে আল্লাহর নাম নিতে ভুলে যায়, তাহলে সে যেন বলে
بسمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
উচ্চারণঃ বিসমিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী।
অর্থঃ এই (খাওয়ার) শুরু ও শেষ আল্লাহ্র নামে।
(সুনানে আবু দাউদঃ ৩৭৬৭, সুনানে তিরমিযীঃ ১৮৫৮, সুনানে ইবনু মাজাহঃ ৩২৬৪, হাদীসটি হাসান সহীহ, শায়খ আলবানী।)
No comments:
Post a Comment