শবে বরাত, শবে মেরাজ, ২৭ রোজার দিন (লাইলাতুল কদর মনে করা), মিলাদ, ফরয সলাতের পর সম্মেলিত মুনাজাত এগুলোর সাথে ইসলাম এর কোন সম্পর্ক নেই । এগুলা সব মানুষের আবিস্কার করা আমল। যারা মনে করছেন মুহাম্মাদ (সঃ) জেটুকু দ্বীন দিয়ে গিয়েছেন সেটা যথেষ্ট নয় তাহলে তারা এইসব দিন পালন করবেন। আর এসব আমল করবেন। আর যারা আল্লাহ্র প্রেরিত শেষ রাসুল মুহাম্মাদ (সঃ) কে ১০০% আনুসরন করবেন মনে করছেন তারা এইসব কাজ থেকে দূরে থাকবেন।
যারা ইসলামে নতুন ইবাদাত বা আমল তৈরি করবে তা বাতিল বলে গণ্য হবে এবং তার থাকার জায়গা জাহান্নাম। কারন সে মুহাম্মাদ (সঃ) এর অবাধ্য হয়ে নিজেই আমল তৈরি করেছে। এমনটাই বলেছেন আমাদের শেষ রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সতর্ক থাকুন।
No comments:
Post a Comment