Sunday, October 2, 2016

ইবনে মাজাহ:৩৩৯৩





আল্লাহ তাআলা বলেছেন,
... আর তোমরা নিজেদের হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।“ (সূরা নিসা-২৯)

ধূমপান এবং সকল প্রকার নেশা জাতীয় বস্তু হারাম। নেশার পরিনতি খুবই ভয়াবহ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নিশ্চয়ই, আল্লাহ তা-আলার ওয়াদা, যে ব্যক্তি নেশা জাতীয় বস্তু পান করবে, তাকে তিনি “তীনাতূল খাবাল” পান করিয়ে ছাড়বেন। লোকেরা বললো, ইয়া রাসুলুল্লাহ! “তীনাতুল খাবাল” কি? তিনি বললেন, দোযখবাসীদের ঘাম বা দোযখবাসীদের প্রস্রাব-পায়খানা।
(সহিহ মুসলিমম:৫০৪৭,৫০৪৮)

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন,
আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন”। (সূরা তাগাবুন-১১)

মানুষ যত পাপই করুক যদি আল্লাহর সাথে শিরক না করে এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর ওয়াদা করে যে, এই পাপ কাজ সে করবে না তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
আল্লাহ বলেন, “… হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ্‌ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”
সুরা আয যুমার : ৫৩

হে আল্লাহ্‌, আমাদের সকলকে হেদায়াত দান করুন। 
আমীন।

No comments:

Post a Comment