Thursday, December 8, 2016

[ইবনে মাজাহ ৪১০২]






আবুল আব্বাস সাহল ইবনে সা'দ আস্-সা'ইদী (রাদিয়াল্লাহু আ'নহু) হতে বর্ণিত, 
তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালবাসেন, লোকেরাও আমাকে ভালবাসে। 
___________
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বললেন, "দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ তোমাকে ভালবাসবেন; আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালবাসবে। [ইবনে মাজাহ ৪১০২]

No comments:

Post a Comment