Sunday, July 23, 2017

ডান হাতের সামান্য স্পর্শ করে বাম হাতে পান করা!



Image may contain: text



ডান হাতের সামান্য স্পর্শ করে বাম হাতে পান করা!
====================================
রাসুল (ﷺ) এর হাদিসে স্পষ্টভাবে ডান হাতে পান করার নির্দেশ ও বাম হাতে পান করার নিষেধাজ্ঞা এসেছে। ইব্‌ন ওমর (رضى الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ ، وَيَشْرَبُ بِشِمَالِهِ
-যখন তোমাদের কেউ খায় সে যেন ডান হাতে খায়, এবং যখন পান করে সে যেন ডান হাতে পান করে। কারণ শয়তান তার বাম‎‎ হাতে খায় ও বাম‎‎ হাতে পান করে। [মুসলিম হ/২০২০]
.
জাবের ইব্‌ন আব্দুল্লাহ (رضى الله عنه) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
لَا تَأْكُلُوا بِالشِّمَالِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِالشِّمَالِ 
-তোমরা বাম‎‎ হাতে খেয়ো না, কারণ শয়তান বাম‎‎ হাতে খায় [মুসলিম হা/২০১৯]
.
ইব্‌ন ওমর (رضى الله عنه) থেকে সালেম বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
لَا يَأْكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ، وَلَا يَشْرَبَنَّ بِهَا، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِهَا وَيَشْرَبُ بِهَا “، قَالَ: وَزَادَ نَافِعٌ: وَلَا يَأْخُذَنَّ بِهَا، وَلَا يُعْطِيَنَّ بِهَا
-তোমাদের কেউ বাম‎‎ হাতেবা খাবে না এবং তার দ্বারা পান করবে না, কারণ শয়তান তার মাধ্যমে খায় ও পান করে। ওমর ইব্‌ন মুহাম্মদ বলেন: ইব্‌ন ওমর রাদিয়াল্লাহু আনহুর অপর ছাত্র নাফে বাড়িয়ে বলেছেন: “… বাম‎‎ হাতে ধরবে না এবং বাম হাত দ্বারা কাউকে দিবে না। [আহমদ হা/৫৯৫০; মুস্তাখরাজ আবু আওয়ানাহ হা/৬৪৮৩]
.
ইয়াস ইব্‌ন সালমা ইব্‌ন আকওয়া থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছেন:
أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِمَالِهِ، فَقَالَ: ” كُلْ بِيَمِينِكَ “، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: ” لَا اسْتَطَعْتَ مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ “، قَالَ: فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ
-জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তার বাম‎‎ হাতে খেল, তিনি বললেন: “তোমার ডান হাতে খাও”। সে বলল: পারি না। তিনি বললেন: “তুমি কখনো পারবে না, অহংকার ব্যতীত কোন কারণ তাকে বাঁধা দেয়নি”। তিনি বলেন: সে তার ডান হাত কখনো মুখে তুলতে পারেনি। [মুসলিম হা/৩৭৭৩]
.
আয়েশা (رضى الله عنها) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
مَنْ أَكَلَ بِشِمَالِهِ أَكَلَ مَعَهُ الشَّيْطَانُ، وَمَنْ شَرِبَ بِشِمَالِهِ شَرِبَ مَعَهُ الشَّيْطَانُ
-যে তার বাম‎‎ হাতে খায়, শয়তান তার সাথে খায়। আর যে তার বাম‎‎ হাতে পান করে, শয়তান তার সাথে পান করে। আহমদ হা/২৩৯১৯]
.
রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রী হাফসা (رضى الله عنها) থেকে বর্ণিত, তিনি বলেন:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْعَلُ يَمِينَهُ لِطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ، وَيَجْعَلُ شِمَالَهُ لِمَا سِوَى ذَلِكَ
-নবী (ﷺ) খানা, পান করা ও পরিধানের জন্য তার ডান হাত ব্যবহার করতেন, এ ছাড়া অন্যান্য কাজের জন্য তিনি তার বাম‎‎ হাত ব্যবহার করতেন”।[আবু দাউদ হা/৩০]
.
রাসূলুল্লাহ (ﷺ) এর উপরোক্ত নিষেধাজ্ঞা থেকে স্পষ্ট হয় যে, বাম‎‎ হাতে খাওয়া, পান করা নিষেধ ও অবৈধ এবং শয়তানি কর্মের অন্তর্ভুক্ত। আর শয়তানি কর্ম সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
-হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ‎ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক ‎শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার ‎কর, যাতে তোমরা সফলকাম হও। [সূরা মায়েদা ৯০]
.
আমরা হরহামেশাই বাম হাতে খাদ্য খাই, বিশেষ করে ফল-মুল খাবার সময়। উপরোক্ত হাদীছ হতে আমরা বুঝতে পারি যে এটা নিষেধ এবং হারাম। সবচাইতে যে ভুলটি আমরা বেশী করি তা হলে পানি খাওয়ার সময়। বিশেষ করে যখন আমরা খাদ্য খাই, তখন পানি খাওয়ার প্রয়োজন হলে আমরা বাম হাতে পানি পান করি। অবশ্য সে ক্ষেত্রে আমরা ডান হাতের সামন্য টাচ করি। সিম্বলিক টাচ বলা হয় যাকে। এটা ঠিক নয়।
.
সহীহ আক্বীদাপন্থি অধিকাংশ আলেম বলেন, এক হাতে পান করার সময় যদি অপর হাতের সাহায্য নেয়া হয়, তখন যে হাতের অংশ গ্রহণ বেশী থাকে সে হাতে পান করাই গণ্য হবে। তবে পাত্র বড় হলে, যেমন ডাব খাওয়ার সময় যখন উভয় হাত ব্যবহার করতে হয় তখন ভিন্ন কথা। কারণ রাসুল (ﷺ) বড় মটকা হতে পানি খাওয়ার সময় উভয় হাত ব্যবহার করেছিলেন। কিন্তু আমরা যেভাবে বাম হাতে গ্লাস বা পানির পাত্র ধরে ডান হাতের সাহায্য বা সামান্য স্পর্শ গ্রহণ করি, তা অবশ্যই বাম হাতে পান করা গণ্য হয়। শরীয়তে যা নিষেধ!

No comments:

Post a Comment