Friday, July 21, 2017

আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিতঃ



Image may contain: text


বিবাহিতা বা ডিভোর্সি নারীকে বিয়ে দেওয়ার সময় তার স্পষ্ট অনুমতি নিতে হবে। এবং সাবালিকা মেয়েকে বিয়ে দিতে তার অনুমতি নিতে হবে। মেয়ে রাজি না হলে সেই বিয়ে বাতিল। সেই বিয়ে বৈধ হবে না। মেয়েকে জোর করে বিয়ে দেয়া হারাম । 
.
আবূ হুরায়রাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিতঃ

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ ‏"‏ أَنْ تَسْكُتَ ‏"‏ ‏.
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পূর্ব বিবাহিতাকে তার সুস্পষ্ট অনুমতি না নিয়ে এবং কুমারীকে তার সম্মতি না নিয়ে বিবাহ দেয়া যাবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্‌র রসূল! তার (কুমারীর) সম্মতি কিভাবে নেয়া যাবে? তিনি বললেন, সে নীরব থাকলে। (ই.ফা. ৩৩৩৮, ই.সে. ৩৩৩৭)

No comments:

Post a Comment