Monday, September 4, 2017

‘‘তারা পুরুষকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়; তারা জাহান্নামী।’’



Image may contain: text



পোস্টটির সাথে কোন নারীর ছবি দিয়ে আর বুঝাতে চাইনা, এতে করে পর্দার খেলাফ হবে। আশা করছি আমাদের বোনেরা ভালই বুঝবে যে তারা কিভাবে ছেলেদের আকৃষ্ট করার জন্য সাজসজ্জা করে। যার মাধ্যমে বাইরে বের হলেই যুবক থেকে শুরু করে বুড়া লোকেরা পর্যন্ত তাকায় ... অনেক বোন বলে থাকে যে ইসলামে পুরুষদের বলা হয়েছে দৃষ্টি নিচু রাখতে সুতরাং আমি যা খুশি পরবো তাতে সমস্যা কি ? 
.
আসলে এই বোনেরা জানেনা ইসলামে অবশ্যই পুরুষকে দৃষ্টি নিচু রাখতে বলা হয়েছে পাশাপাশি ইসলামে নারীদেরকেও পর্দার বিধান দেওয়া হয়েছে। আল্লাহ্‌ মানুষ সৃষ্টি করেছেন এবং পুরুষ নারীকে একজন আরেকজন এর প্রতি আকৃষ্ট করার মতই তৈরি করেছেন। এই জন্যই উভয়কে পর্দার বিধান দিয়েছেন, তারপরেও যারা জেনা ব্যভিচার করে ফেলবে তাদের জন্য শাস্তির বিধান দিয়েছেন। অবিবাহিত পুরুষ নারী জেনা করলে তাদেরকে ১০০ লাঠি পিটিয়ে ১ বছরের জন্য এলাকা বা গ্রাম ছাড়া করতে হবে। আর বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাদের ইট, ঢিল, পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে । এটা ইসলামিক আইন । আফসোস আমরা ইসলাম এর বিধান মানা তো দুরের কথা উল্টা নিজেরা নিজেদের পাপের সংশোধন না করে গোরামি করে সয়তান এর পন্থা অবলম্বন করে খোরা যুক্তি দিয়ে বাঁচতে চাই ... 
.
মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ্‌ আমাদের স্বাধীনতা দিয়ে একটা ম্যানুয়াল বুক (কুরআন ও হাদিস) দিয়েছেন এবং নবী রাসুল পাঠিয়ে সংশোধন করা শিখিয়ে দিয়েছেন, এবং এটাও বলে দিয়েছেন যে দ্বীন এর ব্যপারে জোর জবরদস্তী নেই। সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট। তাই আমরা দুনিয়ায়তে আল্লহার হুকুম না মেনে বেঁচে যেতে পারবো কিন্তু পরকালে ? 
.
বাইরে বের হয়ে রমণীর , মোহনীয় ও সৌন্দর্য-গর্বজনক চপল মধুর চলন ও ব্যভিচার ও যৌন উত্তেজনার সহায়ক কর্ম। এরা সেই নারী যাদের প্রসঙ্গে নবী (সাঃ) বলেছেন,
‘‘তারা পুরুষকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়; তারা জাহান্নামী।’’ (মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৩৫২৪নং, ফামু ১৯-২০পৃঃ)

No comments:

Post a Comment