Sunday, October 15, 2017

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত বাণীটি ১০ বার বলবে,



No automatic alt text available.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত বাণীটি ১০ বার বলবে,
لا إله إلا الله وحده
لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ 
লা- শারীকা লাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হাম্‌দু, 
ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বদীর
.
আল্লাহ ছাড়া কোন (হক্ব) মা‘বূদ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁরই এবং তাঁরই জন্য যাবতীয় প্রশংসা। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান’।
এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈলের সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।
.
বুখারী ৭/৬৭ নং ৬৪০৪; মুসলিম, তার শব্দে ৪/২০৭১ নং ২৬৯৩; অনুরূপভাবে একশবার বলার ফযীলত দেখুন, ৯৩ নং দো‘আর হাদীস

No comments:

Post a Comment