জান্নাতের নেয়ামত সমূহ
¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥
🕋 একজন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর ১০ টি পৃথিবী সমান একটি জান্নাত দেয়া হবে;
*যার একটি ইট স্বর্নের অপরটি রৌপ্যের আর গাথুনী হবে মেশক ও আম্বরের!
🕋 একজন জান্নাতীর জন্য ৭২ জন হুর "সুন্দরী রমনী" থাকবে; যাদেরকে কোন পুরুষ কখনো স্পর্শ করেনি!
*তাঁরা তাদের একটি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে;
*৭০ পাল্লা রেশমী কাপড় তাদের পরিধানে থাকবে;
*তারাএমন সুশ্রী হবে যে, ৭০ পাল্লা কাপড় ভেদ করে ও তাদের শরীর দেখা যাবে;
*সে তার জান্নাতী স্বামীকে খুব বেশি পরিমানে ভালোবাসা দেবে;
*তারা তাদের গালিচায় হেলান দিয়ে জান্নাতীগনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে!
🕋একজন জান্নাতীর জন্য ৮০ হাজার খাদেম থাকবে;
*এক বেলায় ১ লক্ষ ৬০ হাজার প্লেট খাবার পরিবেশন করা হবে এবং সবটুকু খেয়ে ফেলবে;
*খাবার এতই সুস্বাদু হবে যে, জান্নাতীরা সেই বর্তন পর্যন্ত খেয়ে ফেলবে এবং অনেক পরিচ্ছন্ন ও সুস্বাদু হবে!
🕋 জান্নাতে কোন টয়লেটের ব্যবস্থা থাকবে না কারণ, একটি ঢেকুর দেবার সঙ্গে সঙ্গে সমস্ত খানা হজম হয়ে তা নিঃশেষ হয়ে যাবে;
*প্রত্যেক পশমের গোড়া দিয়ে সেই খাবারের সুঘ্রান বের হতে থাকবে!
🕋 জান্নাতী ব্যক্তি যদি উড়ন্ত পাখি দেখে এবং উহার মাংস খাবার ইচ্ছা পোষন হয়, সাথে সাথে তা ভূনা হয়ে তার মুখের সামনে চলে আসবে;
*মাংস খেয়ে হাড়গুলি ফেলে দিবে এবং ঐ ফেলে দেওয়া হাড় থেকে পূনরায় পাখি জীবন্ত হয়ে উড়ে যাবে!
🕋 জান্নাতীরা হরেক রকম ফল খাবে, প্রতি কামড়ে নূতন নূতন স্বাদ অনুভব করবে;
*একজন জান্নাতী জান্নাতে যা চাইবে সাথে সাথে তা পেয়ে যাবে!
🕋 জান্নাতের নীচ দিয়ে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর ও মিষ্টি পানির নহর প্রবাহিত হবে;
*একজন জান্নাতী একত্রে ৪০ মন এক বসাতে খেয়ে ফেলবে!
(সূরা ওয়াকেয়ার সার-সংক্ষেপ)
হে দয়াময়! আমাদের জান্নাতী করিও!!
No comments:
Post a Comment