Tuesday, October 17, 2017

যে দুআ পড়লে আপনার জন্য জান্নাতে বৃক্ষ রোপন করা হবে





যে দুআ পড়লে আপনার জন্য জান্নাতে বৃক্ষ রোপন করা হবে
~~~~~
প্রশ্ন : আমি জানতে চাচ্ছি কোন তাসবিহ পরলে জান্নাতে গাছ রোপন করা হয়..এক এক জায়গায় এক এক তাসবীহ দেখি তাই কোনটা সঠিক, তা জানালে উপকৃত হবো শাইখ। 
=================
উত্তর : পড়ুন নিম্নোক্ত হাদীস দুটি :
🌴 জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
«مَنْ قَالَ : سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ» رواه الترمذي
“যে ব্যক্তি ‘*সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ*’ পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়।” (তিরমিযী ৩৪৬৪, হাসান)

🌳 আবু হুরায়রা রা হতে বর্ণিত। তিনি বলেন, তিনি একদিন বৃক্ষ রোপন করছিলেন। ইত্যবসরে রাসুল সা. সেখান দিয়ে যাওয়ার সময় বললেন,
আবু হুরায়রা, তুমি কী রোপন করছো? আমি বললাম, একটা বৃক্ষ। 
রাসূল সা. বললেন: 
ألَا أدُلُّكَ على غِراسٍ ، هو خيرٌ مِنْ هذا ؟ تقولُ : سبحانَ اللهِ ، والحمدُ للهِ ، ولا إلهَ إلَّا اللهُ ، واللهُ أكبرُ ، يُغْرَسُ لكَ بِكُلِّ كَلِمَةٍ منها شجرةٌ في الجنةِ
“এর চেয়ে উত্তম বৃক্ষ রোপন সম্পর্কে তোমাকে বলব কি? তুমি *সুবহানাল্লাহ*, *আল হামদুলিল্লাহ*, *আল্লাহু আকবার* এই যিকিরগুলো বলবে। তাহলে প্রতিটি যিকিরের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপন করা হবে।” (ইবনে মাজাহ, তারগীব ওয়া তারহীব, সহীহুল জামে, হা/ ২৬১৩, সহীহ)
আল্লাহ আমাদেরকে উক্ত হাদীসদ্বয়ের প্রতি আমল করার তাওফিক দান করুন। আমীন।

No comments:

Post a Comment