Wednesday, October 11, 2017

......যা নিঃসন্দেহে গুনাহের শামিল।



No automatic alt text available.


বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালীমা(বৌভাত) করা সুন্নাত।এক্ষণে মেয়ের বাড়ীতে যে ভোজের আয়োজন করা হয়,তা কি শরী‘আত সম্মত?
-------------------------
উত্তর : ছেলেপক্ষ বিয়ে করতে যায় এবং মোহরানা দিয়ে বিয়ে করে।সেখানে মেয়ে পক্ষের কোনরূপ খরচ করার কথা নয়। এরপরেও কেউ সামান্য খাবারের আয়োজন করলে সেটা হবে শুধু সৌজন্য মূলক আপ্যায়ন মাত্র।যা শরী‘আতসম্মত (বুখারী হা/৬০১৮)।

বিয়ের পর বাসর যাপন শেষে ছেলের পক্ষ থেকে ওয়ালীমা করা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, ‘তুমি ওয়ালীমা কর। একটি বকরী দিয়ে হ’লেও’ 
(বুখারী হা/২০৪৮, মিশকাত হা/৩২১০)।

অথচ বর্তমান যুগে ওয়ালীমার এই সুন্নাত বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আর বিশাল বর যাত্রী নিয়ে গিয়ে মেয়ের বাবার উপর খরচের বোঝা চাপিয়ে জুলুম করা হচ্ছে। যা নিঃসন্দেহে গুনাহের শামিল।

No comments:

Post a Comment