Tuesday, October 10, 2017

পার্থিব আশা-আকাঙ্ক্ষা কম করা



No automatic alt text available.

পার্থিব আশা-আকাঙ্ক্ষা কম করা
.
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীর স্পর্শ করে বললেনঃ পৃথিবীতে এমনভাবে দিনযাপন কর, যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী মুসাফির। তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে কর।
.
মুজাহিদ (রাহঃ) বলেন, ইবনু উমার (রাঃ) আমাকে বললেনঃ তুমি সকালে উপনীত হয়ে বিকালের জন্য নিজেকে অস্তিত্ববান মনে করো না এবং বিকালে উপনীত হয়ে সকালের জন্য নিজেকে অস্তিত্ববান মনে করো না। অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতার এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনের সুযোগকে কাজে লাগাও। কেননা, হে আল্লাহর বান্দা! তুমি তো জান না, আগামীকাল তুমি কি নামে অভিহিত হবে।
.
সহীহ, সহীহাহ (১১৫৭), বুখারী
.
গ্রন্থঃ সূনান আত তিরমিজী [তাহকীককৃত] 
অধ্যায়ঃ ৩৪/ দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি
হাদিস নম্বরঃ ২৩৩৩

No comments:

Post a Comment