Wednesday, October 11, 2017

ইসলামে বিয়ের আগে কোন হারাম প্রেম পিরিতি নেই।





ইসলামে বিয়ের আগে কোন হারাম প্রেম পিরিতি নেই। কোন ছেলে মেয়ে পছন্দ হইলে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে ফেলবে। কিন্তু বর্তমান সমাজের ভাইবোনেরা আগেই প্রেম করে সব করে ফেলে, তারপর ইসলামিক ফতোয়া জিজ্ঞাস করে !!! আর বিয়ের আগে অবশ্যই পুরুষের জন্য সামর্থ্য থাকা জরুরি। মানে একটি বউ খাওয়ানোর মত সামর্থ্য। তানাহলে বিয়ে করা নিষেধ । বরং রোজা রাখার কথা বলেছেন রাসুল সঃ । আর বউ পালনের সামর্থ্য থাকলে অবশ্যই যেন বিয়ে করে ... আরেকটি বিষয় হচ্ছে নারী যদি বাবার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করে তবে সেই বিয়ে বাতিল। এবং বাবা যদি মেয়েকে জোর করে অনুমতি ছাড়া বিয়ে দেয় সেই বিয়েও বাতিল ...
আব্দুল্লাহ ইবনু মাসউদ রাযীঃ বলেন
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
.
হে যুবসমাজ ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন সিয়াম (রোজা) পালন করে। কেননা সিয়াম হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম ..
.
সহীহহুল বুখারী, মুসলিম
মিশকাত ৩০৮০ ‘নিকাহ’ অদ্ধায়

No comments:

Post a Comment