Wednesday, October 18, 2017

আপনি হক্ব পথ পেতে চান? তবে কিছু বিষয় ত্যাগ করুন।



Image may contain: text


১। কারও প্রতি অন্ধভক্তি এবং অতিভক্তি।
২। দলভক্তি
৩। বাপদাদার অতিভক্তি। অর্থাৎ বাপদাদা করেছে তাই করব বা তাই ঠিক।
কিছু বিষয় গ্রহণ করুন
১। কুর'আন পড়ুন অর্থসহ। তাফসীর ও শানে নুযুল সহ পড়লে ভাল।
২। সর্বাধিক সহীহ হাদিসগ্রন্থ হিসেবে বুখারী এবং মুসলিম অনুবাদ সহ পড়ার চেষ্টা করুন। এরপর ক্রমান্বয়ে বুলুগুল মারাম, আবুদাউদ,তিরমিযি,নাসায়ী অনুবাদ সহ পড়ুন।
৩। আরব উলামাদের লেখা বই এর অনুবাদ পড়ুন। বাংলাদেশীদের মধ্য থেকেও একাধিক মতের আলেমদের বই পড়ুন।
৪। বই পড়ার ক্ষেত্রে আক্বীদাহ, শিরক,বিদ'আত এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনের আমলের বিষয়ে লিখিত একাধিক বই পড়ুন। ইখতিলাফ থাকলে ভিন্ন ভিন্ন মতের লেখকের বই পুড়ুন।
৫। বই পড়ার সময় কুর'আন এবং হাদীসের রেফারেন্স লক্ষ করুন।
৬। আপনি যে বিষয়ে পতেড়ছেন সে বিষয়ে সাহাবী,তাবেঈ,তাবে তাবেঈদের অবস্থান জানার চেষ্টা করুন।
৭। আলেমদের দলীল সম্মত বক্তব্যগুলো শুনুন। একাধিক মতের শুনতে পারেন। তবে এখানেও রেফারেন্স লক্ষ করুন।
৮। আল্লাহর জন্যই ভালবাসতে শিখুন আর আল্লাহর জন্যই অপছন্দ করতে শিখুন। ইনশা আল্লাহ হক্ব সুস্পষ্ট হয়ে যাবে।
৯। ইখতিলাফ বা মতবিরোধ পূর্ণ বিষয়ে মদীনার আলেমদের অগ্রাধিকার দিন। কারণ সেখানে ইসলাম অবিকৃতি থাকবে। এবং মদীনার ইলমের বিশুদ্ধতা রয়েছে।
সর্বপোরি হক্ব আপনার মতের বিরুদ্ধে হলেও গ্রহণে প্রস্তুত থাকুন।

No comments:

Post a Comment