Wednesday, October 25, 2017

প্রশ্ন :- জিনা থেকে তউবা করলে আল্লাহ কি সেই তউবা কবুল করবেন?



Image may contain: one or more people and text


প্রশ্ন :- জিনা থেকে তউবা করলে আল্লাহ কি সেই
তউবা কবুল করবেন?

উত্তর :-
🚫 জিনায় লিপ্ত হওয়া অত্যন্ত জঘন্য কবীরাগুনাহ। 
🚫 এটি এত জঘন্য যে, ইসলাম কেন অন্য কোন ধর্মেই তার অনুমোদন নেই। 
🚫এবং এর শাস্তিও সবচেয়ে ভয়ানক,-পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড) (বিবাহিত হলে)। 
🚫 আল্লাহ তায়ালা জিনার কাছেও যেতে নিষেধ করেছেন। 
🔵 তবে মানুষ যত বড় গুনাহ করুক না কেন, কোন ব্যক্তি খাঁটিভাবে তওবা করলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিবেন। 
তওবা করলে আল্লাহ পিছনের সকল গুনাহ মোচন করে দিবেন। 
 রাসুল সা. বলেছন, “তওবা পেছনের সকল গুনাহকে বিনাশ করে দেয়।” 
 তিনি আরও বলেছেন, “গুনাহ থেকে তওবাকারী এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে কোন দিন গুনাহ করে নি।” 
 তওবার মাধ্যমে গুনাহ সমূহ কেবল মোচন করা হয় না বরং সেগুলো নেকীতে রূপান্তরিত করে দেয়া হয়। আল্লাহ তায়ালা বলেন,

إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ
“কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ গুলোকে নেকী দ্বারা পরিবর্তিত করে দিবেন।” (সূরা আল ফুরকান: ৭০)...আল্লাহ তায়ালা আমাদেরকে রক্ষা করুন। আমীন।

No comments:

Post a Comment