Saturday, October 21, 2017

দাউস কখনও জান্নাতে যাবে না:



Image may contain: text



দাউস কখনও জান্নাতে যাবে না:
=================
রাসুল ﷺ বলেছেনঃ তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন।
১. যে নেশাদার দ্রব্য গ্রহণ করে।
২. মাতা-পিতার অবাধ্যকারী এবং
৩. দাইউস (যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়)। [মুসনাদে আহমাদ হা/৫৮৩৯]
.
দাউস বলা হয় ঐ ব্যক্তিকে, যে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভাল মনে করে গ্রহণ করে অথবা প্রতিবাদ না করে চুপ থাকে। আলোচ্য হাদিসটির ব্যাখ্যা অনেক অর্থবহ। মুল বিষয় হল অশ্লীলতা।
আমাদের সমাজে দুই ধরনের দাউস দেখা যায়।
ঘরের অভ্যান্তরের দাউসঃ-
=====================
যে নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে-মেয়েদের সালাত, হিজাব পালন করতে উৎসাহ দেয় না, এই শিক্ষাও দেয় না। এই ব্যাপারে কোন আদেশ-ই করেনা।
ঘরে সিনেমা, সিরিয়াল, গান-বাজনা চলে, এর কোন প্রতিবাদ করে না; পারলে নিজেই এগুলোর ব্যবস্থা করে দেয়। মাসে মাসে ডিস বিল দেয়, ইন্টারনেট বিল দেয় অথচ এই গুলোর মাধ্যমে যে অশ্লীলতা আসে সেটা সে কিছুই মনে করে না। 
স্ত্রী, মেয়ে এবং তার অধীনস্ত দাসী পর্দা-বিহীন,খোলা-মেলা ভাবে বাইরে যায় কিন্তু অভিভাবক এতে কিছুই মনে করে না। 
তার ছেলে অথবা মেয়ে বিবাহপূর্ব হারাম প্রেমে লিপ্ত কিন্তু সেটা এটাকে ম্যাচিওরিটি মনে করে। 
.
ঘরের বাইরের দাউসঃ-
==============
যে পুরুষেরা নারীদেরকে টাকার লোভ দেখিয়ে বা ফাঁদে ফেলে খারাপ কাজে লিপ্ত করায় যেমন পেপার, ম্যাগাজিন, পোষ্টারে, পন্যের মডলের পাশে, বিজ্ঞাপনে নগ্ন নারীর নগ্য ছবি ছেপে বিলবোর্ডে টানিয়ে দেয়। 
যে পুরুষেরা নাটক-সিনেমাতে নারীদেরকে রুচিহীনভাবে উপস্থাপন করে।
.
আশ্চার্যের ব্যাপার হচ্ছে- এই সমস্ত নষ্ট চরিত্রের লোকগুলোই বর্তমান সমাজে সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বুদ্ধিজীবি ইত্যাদি ট্যাগ পেয়ে থাকেন।

No comments:

Post a Comment